জুলাই ৮, ২০২০
নলতা পাক রওজা শরীফের খাদেমের মৃত্যুতে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির শোক
প্রেস-বিজ্ঞপ্তি : সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ¦ খান বাহাদুর আহছ্ান উল্লাহ (রঃ) এর নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (০৭ জুলাই) বিকাল ০৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন একজন পরহেজগার ও লোভ-লালসাহীন মানুষ ছিলেন। তিনি তার জীবদ্দশায় পীর কেবলার আদর্শ ধারণ ও লালন করে গেছেন এবং তার নিজের জীবনকে আত্ম-মানবতার সেবায় ব্যয় করে গেছেন। মহান আল্লাহর কাছে খাদেম সাহেবের জান্নাতুল ফেরদাউস কামনা করেন। নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক (উন্নয়ন) পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, কার্যকরী সদস্য মোহাম্মদ আবু সায়ীদ ও শেখ তহিদুর রহমান ডাবলুসহ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সকল নেতৃবৃন্দ। এদিকে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন আহমদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। 7,969,256 total views, 2,890 views today |
|
|
|