নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ৪৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০ টায় নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বেসরকারি সংস্থা ‘মিডা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকৃত উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আশরাফ উদ্দীন খান, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক মো. আজহারুল ইসলাম, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, সমাজকর্মী পার্বতী রাণী দাশ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা এবং স্বাগত বক্তব্য রাখেন মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/