জুলাই ৪, ২০২০
ধানদিয়ায় পুকুর পাড় থেকে একজনের লাশ উদ্ধার
ধানদিয়া (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে পুকুর পাড় থেকে দুলাল ঘোষ (৫০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই ব্যক্তি ইউনিয়নের ঝড়গাছা গ্রামের মৃত পদ্দ ঘোষের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার (৪ জুলাই) সকালে ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের আম বাগানের রাস্তার পাশে পুকুর পাড়ে কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা সার্কেল অফিসার হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, ওসি (তদন্ত) জেল্লালসহ সঙ্গীয় ফোর্স। স্থানীয়রা আরও জানায়, দুলালকে এলাকার সবাই পাগল দুলাল নামে চিনত। দুলাল ঘোষ খুব সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দুলাল ঘোষের কানের কিছু অংশ ছেঁড়া ও মুখ থেঁতলানো এবং রক্ত ঝরা অবস্থায় দেখতে পান। প্রায় এক বছর আগে ওই স্থানের একটু পাশেই খানার ভিতরে একই গ্রামের নটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে’। 7,969,280 total views, 2,914 views today |
|
|
|