প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু রবিবার দিবাগত রাত ১টায় ২০ মিনিটে সাতক্ষীরা শহরের আট পুকুর এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি………..রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাই-বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯ জুলাই রবিবার বাদ জোহর সাতক্ষীরা শহরের কাশেমপুর মাদ্রাসা ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, আবুল হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মাও. ইউসুফ আলি। মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার দেবনগর গ্রামে বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ মো. সাব্বির হোসেন। জানাজা শেষে নিজ গ্রাম দেবনগরে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুম মহসিন হোসেন বাবলুর নিজ বাড়ি আট পুকুর গিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলু আর নেই: প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/