Site icon suprovatsatkhira.com

দেবহাটায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : “শেখ হাসিনার অঙ্গীকার, গ্রাম হবে শহর” ¯েøাগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়ায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রচন্ড বৃষ্টি ও কাদার মধ্যে পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া-শাহাজাহানপুর জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে, মাঝ পারুলিয়া পূর্ববাড়ী-বিশ্বাসবাড়ীর মাঝে কবরস্থান প্রাঙ্গণে, দক্ষিণ পারুলিয়া বাগপাড়ায় মন্দির প্রাঙ্গণে সহ বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এবং সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-০৩ আসনের সংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের বিশেষ কোটায় সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল্লাহ হীম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আবু রায়হান, শরিফুল ইসলাম, আবুল হোসেন, আফিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version