নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে এবছর দেবহাটা উপজেলাতে বিশ হাজার ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে আওয়ামী যুবলীগ। জাতির পিতার জন্মশত বার্ষিকী ও পরিবেশের ভারষম্য রক্ষায় জেলা যুবলীগের নির্দেশে দেবহাটা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ পতিত জমি এবং রাস্তা ও নদী-খালের পাড় জুড়ে বিশ হাজার বৃক্ষরোপনের এমন উদ্যোগ নিয়েছে উপজেলা যুবলীগ। রবিবার সকাল ১০টায় পারুলিয়া জেলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কয়েকটি গাছের চারা রোপনের মাধ্যমে এ বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, দপ্তর সম্পাদক আবু রায়হান, উপ দপ্তর সম্পাদক সৌমিত্র মন্ডল, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হীরা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় যুবলীগের ২০ হাজার বৃক্ষরোপণের উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/