জুলাই ১৪, ২০২০
দেবহাটায় জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জুম ক্লাউড মিটিং অ্যাপস এর মাধ্যমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বন করে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানের নজরদারি বাড়াতে পারুলিয়া থেকে নলতা অভিমুখে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় করোনা মোকাবেলায় হাট-বাজার, হোটেল-রেস্তরাসহ গুরুত্বপূর্ণ স্থান গুলোর মানুষের মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া, হাট-বাজারে এক পাশ দিয়ে ঠুকে অন্য পথে বাহির হওয়ার ব্যবস্থা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া করোনার মধ্যে কেউ অবৈধ ভাবে ভারতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তাছাড়া নাশকতাকারী ও চেয়ারম্যান রতন হত্যা চেষ্টাকারীদের প্রশ্রয়দানকারী ব্যক্তিদের বিষয়ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর লতিফ, জেলা পরিষদ সদস্য আল-ফেরদৌস আলফা, দেবহাটা সদর চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মনির হোসেন। এ সময় সংযুক্ত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশারসহ উপজেলাস্ত বিজিবির বিভিন্ন ক্যাম্প কমান্ডার ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। 7,973,976 total views, 7,610 views today |
|
|
|