দেবহাটা প্রতিনিধি : “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭ জুলাই) শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপনের প্রথমদিন দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং ও বিভিন্ন বাজারে ব্যানার টানানো, লিফলেট ও পোষ্টার বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান, এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তাছাড়া নামিয় স্থানীয় ডিশ লাইন গোল্ডেন ক্যাবল অপারেটরে বর্তমান সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। যা স্থানীয় সময় সকাল ১০ টা থেকে ১১ টা, দুপুর ১ টা থেকে ২ টা ও সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত। এ প্রামাণ্যচিত্র প্রদর্শন সপ্তাহ ব্যাপী চলতে থাকবে বলে জানান তিনি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/