জুলাই ২৫, ২০২০
দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিয়ে কর্মশালা
নিজস্ব প্রতিনিধি : কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ে দেবহাটায় এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য কর্মকর্তা, কিশোরী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় বেসরকারি সংগঠন ডিআরআরএ’র সহযোগিতায় নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা দেবহাটা উপজেলার হাদিপুরের ডিআরআরএ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুল লতিফ। আলোচনা করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মনোয়ারা খাতুন। 8,026,777 total views, 570 views today |
|
|
|