Site icon suprovatsatkhira.com

দেবহাটায় করোনার প্রভাবে প্রধানমন্ত্রী ঘোষিত শিক্ষকদের প্রণোদনা প্রদান

দেবহাটা প্রতিনিধি : করোনা মহামারিতে বিশ্ব যখন স্থবির ঠিক তেমন এক মুহ‚র্তে আমাদের দেশও করোনায় আক্রান্ত হয়। ফলে দেশকে একরকম লকডাউন ঘোষণা করে এই করোনা মহামারি রোধ করার চেষ্টা করা হয়। ঠিক তেমনি এক মুহ‚র্তে প্রধানমন্ত্রী বিভিন্নভাবে দেশের সকল মানুষের কল্যাণে প্রণোদনা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মোতাবেক দেবহাটা উপজেলার নন এমপিও শিক্ষক কর্মচারীদের মধ্যে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে করোনার প্রভাবে প্রধানমন্ত্রী ঘোষিত শিক্ষকদের প্রণোদনা প্রদান করা হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। উপজেলার সকল স্কুল কলেজের নন এমপিও ৪৫ জন শিক্ষক প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং ১৪ জন কর্মচারী প্রত্যেককে ২ হাজার ৫ শত টাকা করে প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version