নিজস্ব প্রতিনিধি:: দেবহাটা উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের এডিপির অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম , উপজেলা প্রকৌশলী রথীন্দ্র হালদার প্রমুখ।
এসময় ২০জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরন করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/