জুলাই ১৭, ২০২০
দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদকের নামে মানহানি মামলা করায় সংবাদ সম্মেলন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির ও পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব আল কাদেরীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুলিয়াস্থ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫/০৭/২০২০ তারিখ ভোরে দেবহাটার শাখরা কোমরপুর সীমান্ত থেকে ভারতে পালানোর সময় বহুল আলোচিত প্রতারক সাহেদ করিমকে গ্রেফতার করে র্যাব। সাহেদকে গ্রেফতারের পর তাকে ভারতে পালানোর সহায়তা কারীদের আইনের আওতায় আনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশের সকল প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়। তার মধ্যে কিছু কিছু গন মাধ্যমে সাহেদের আশ্রয় দ্বাতা ও তাকে ভারতে পালানোর সাথে জড়িত উল্লেখ করে সাতক্ষীরার চিহ্নিত চোরাকারবারী স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভ’ক্ত অস্ত্র ও হুন্ডি ব্যবসায়ী, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। তাৎক্ষনিক ভাবে সেই খবর ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি খবর ফেসবুকে শেয়ার করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির। এতে বিভিন্ন ভাবে তাকে হুমকি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির ও পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব আল কাদেরী বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করা হয়েছে বলে ফেসবুকে স্টাটাস দিয়ে অপপ্রচার চালাতে থাকে আলফার ২পুত্র আজহারুল ইসলাম ও আশিকুর রহমান। যেহেতু সাহেদকে ভারতে পাঠাতে চোরাকারবারী আলফা ৫০ লক্ষ টাকা চুক্তি বদ্ধ হয় এমন খবর র্যাবের উদৃতি দিয়ে দেশের বিভিন্ন চ্যানালে প্রচারিত ও প্রকাশিত হয়। তাই সেই খবর ফেসবুকে শেয়ার দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির। সত্য সংবাদ শেয়ার , অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। 8,007,960 total views, 2,860 views today |
|
|
|