দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় সমাজসেবা অফিসের আয়োজনে অসহায় রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রধান অতিথি হিসেবে অসহায় অসচ্ছল রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পাসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল ও দুস্থ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৮জন রোগীকে সমাজসেবা মন্ত্রণালয়ের অনুদানকৃত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এলাকার বহু মানুষ সরকারের বিভিন্ন সেবা পেয়ে যাচ্ছেন।