জুলাই ১৮, ২০২০
দহাকুলা মিতালী সংঘের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দহাকুলা মিতালী সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দহাকুলা মিতালী সংঘের সাবেক সাধারণ সম্পাদক মীর শরিফুল ইসলামের সভাপতিত্বে নব-গঠিত কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে আলোচনা সভায় উপস্থিত সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে শেখ শফি উদ্দিন শফিকে সভাপতি ও মীর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি এ নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে নব-গঠিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক নতুন কমিটি ঘোষণা করবে। আলোচনা সভায় বিশেষ অতিথির রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, মাস্টার শেখ আব্দুল জলিল, চৌধুরী বাসিরুল, ইউপি সদস্য শেখ মোস্তাফিজুর রহমান ময়না, শেখ আমিরুল হোসেন, শেখ আবিদ হাসান রনি, মীর আবু সুফিয়ান, শেখ আব্দুল্লাহ, শেখ আহছান হাবিব লিমু, শেখ আবু আলম, শেখ আবু সাঈদ পাপ্পু, শেখ ইলিয়াছ হোসেন রুবেল, শেখ সেলিম হোসেন, শেখ সাকিল হোসেন, শেখ মেহেদী, শেখ রিয়াজ ইফতেখার বনি, সাইফ, শাহেদ, সেতু, মোসতাসিম, তাসকিন, রামিম, সাইফুল, রানা প্রমুখ। তিন বছর মেয়াদি এই নব-গঠিত এই কমিটি দায়িত্ব পালন করবে। 8,022,481 total views, 41 views today |
|
|
|