Site icon suprovatsatkhira.com

তুজুলপুরে শিশুকে বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্স পুকুরে: চালক আহত

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুরে এক শিশুকে বাঁচাতে গিয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অ্যাম্বুলেন্সের চালক সুমন হোসেন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে যশোর-সাতক্ষীরা মহা-সড়কের তুজুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নামিয়ে সাতক্ষীরায় ফেরার পথে তুজুলপুর মোড় পার হওয়া মাত্র হঠাৎ এক শিশু রাস্তা পারাপার হওয়ায় তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সটি ব্রেক করায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক পুকুরে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version