জুলাই ১৩, ২০২০
তালায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ
তালা প্রতিনিধি : তালায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২০ জনকে পঞ্চাশ হাজার টাকা করে এবং ৮টি মসজিদের উন্নয়নে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণসহ নগদ টাকা বিতরণ করা হয়। আক্রান্ত ব্যক্তিরা কিডনি, ক্যান্সার, লিভার সেরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া রোগী। রবিবার (১২ জুলাই) সকালে তালা উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা রিপোটার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, সমাজসেবা অফিসের সুপারভাইজার মো. এনামুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার শেখ আব্দুল আউয়াল। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত ২০ জন অসুস্থ রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ৮টি মসজিদের উন্নয়নে নগদ টাকা বিতরণ করেন প্রধান অতিথি। 7,973,919 total views, 7,553 views today |
|
|
|