জুলাই ২৬, ২০২০
তালায় গ্রাম ডাক্তারের বিরুদ্ধে প্রবাসী নারীর ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালায় এক প্রবাসী নারীর পাঠানো টাকা তার মা’এর গৃহকর্তা গ্রাম ডাক্তার আজিজুর রহমান কর্তৃক আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তালা উপজেলার কানাইদিয়া গ্রামের দ্বীন মজুর হান্নান শেখের স্ত্রী প্রবাসী ওই নারীর মা মর্জিনা বেগম এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসারে অভাব অনাটন থাকায় একই এলাকার মৃত আহম্মাদ গাজীর ছেলে গ্রাম ডাক্তার আজিজুর রহমানের বাড়িতে আমি গৃহ পরিচারিকার কাজ নেই। তার বাড়িতে কাজ করাকালীন সময়ে আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে গৃহকর্তা গ্রাম ডাক্তার আজিজুর রহমানের কাছে চিকিৎসা করাই। কিন্তু তার ভুল চিকিৎসার কারণে আমার স্বামী হান্নান শেখ পাগল প্রায় হয়ে যায়। এক পর্যায় সে বাড়ি থেকে চলে গিয়ে আর ফিরে আসেনি। স্বামীর অনুপস্থিতিতে তিন মেয়েকে নিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় আমি গ্রাম ডাক্তার আজিজুর রহমানের বাড়িতে গৃহকর্মীর কাজ অব্যাহত রাখি। এভাবে তার বাড়িতে দীর্ঘ বার বছর ধরে আমি কাজ করছি। 7,988,021 total views, 4,291 views today |
|
|
|