মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা গ্রামের তাপস কর্মকার নামে এক ব্যক্তি নিজস্ব অর্থায়নে প্রায় ৫০ হাজার টাকা ব্যায় করে তিনি একটি মন্দির তৈরি করেছেন। সরজমিন ঘুরে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের বারো মাসে তেরো পূজা পার্বণ উক্ত মন্দিরে উৎসব আনন্দের মধ্য দিয়ে পূজা উৎসব পালন করা হয়। প্রতিটি পূজার সময় বিভিন্ন এলাকা থেকে অগণিত ভক্তরা এখানে এসে পূজা উৎসব পালন করে থাকে উক্ত মন্দিরটি তিনি তার পিতা স্বর্গীয় শিবপদ কর্মকারের নামে নামকরণ করেছেন।
তিনি আরো জানান মন্দিরটি দৃশ্যমান করতে যা যা প্রয়োজন তাই করা হবে। এছাড়াও তিনি আরো জানান উক্ত মন্দিরের জায়গাটি সাবিত্রী কর্মকার স্বেচ্ছায় দান করেছেন। আমার একটা লক্ষ সনাতন ধর্মের লোকেরা এখানে এসে যাতে পূজা উৎসব করতে পারে তার ব্যবস্থা আমি করব। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।