Site icon suprovatsatkhira.com

তরুণদের মাঝে যুক্তি চর্চার প্রসারণে এগিয়ে চলেছে কলারোয়া ডিবেটিং ক্লাব

কলারোয়া প্রতিনিধি : বর্তমান বিশ্বে যেকোনো ভালো কার্য সম্পাদনের জন্য যুক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য। আরো কোনো ব্যক্তির মধ্যে যুক্তির বীজ তখনই খুব ভালোভাবে বাপিত হবে যখন সে যুক্তির চর্চা করবে। ঠিক এই বিষয়টাকে মাথায় রেখে কলারোয়ার কৃতি সন্তান বিতার্কিক শেখ আবির আহম্মেদ ২০১৮ সালে প্রতিষ্ঠা করে কলারোয়া ডিবেটিং ক্লাব। নাম কলারোয়া ডিবেটিং ক্লাব হলেও এখানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার বিতার্কিক এবং গুণী মানুষেরা সংযুক্ত রয়েছেন। ইতিমধ্যে করোনার এই দুর্যোগকালীন সময়ে আবির তাদের সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টাদের নিয়ে অনলাইনে ভার্চুয়াল বিতর্ক কর্মশালার কার্যক্রম শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) ভার্চুয়াল কর্মশালায় কলারোয়া ডিবেটিং ক্লাবের ফাউন্ডার এবং সভাপতি শেখ আবির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। এছাড়াও যুক্ত ছিলেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন। সাতক্ষীরা জেলার বাইরে থেকে যুক্ত ছিলেন ২০১৮ সালের জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড বিজয়ী তরুণ উদ্যোক্তা সাদাত রহমান সাকিব, জাতীয় পুরস্কার বিজয়ী ক্ষুদে রোবোটিক্স ইঞ্জিনিয়ার বরিশালের শুভ কর্মকার, রাজশাহী ডিবেটিং ফোরামের মেম্বার নাজমুল আকাশ।

এছাড়াও বিতর্ক কর্মশালাতে যুক্ত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য নাফিউজ্জামান নিশান, মাহফুজুর রহমান, মীর আপন, ফুয়াদ আবরার, শেখ শ্রেয়া রেজা, ইস্তিয়াক আহমেদ রাকিব, সাতক্ষীরা সদর থেকে মিজানুর রহমান প্রমুখ। কলারোয়া সহ বাইরের যেকোনো অঞ্চলের বিতর্ক শিখতে ইচ্ছুক এমন শিক্ষার্থী চাইলে কলারোয়া ডিবেটিং ক্লাবের সদস্য হতে পারেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। এজন্য আগ্রহীদেরকে কলারোয়া ডিবেটিং ক্লাবের ফেসবুক পেইজে নাম, পরিচয়, বাসস্থানসহ ইনবক্স করার জন্য বলা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version