স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন সচিব হাবিবুর রহমান হাবিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়নের ২ হাজার ৩শ’ ৮৫ হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য পরিবার প্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছেন। উদ্বোধনি দিনে ৬,৭, ৮, ৯ নং ওয়ার্ডের ১ হাজার ৫৭ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয় এবং বাকি ওয়ার্ডের চাল ক্রমান্বয়ে বিতরণ করা হবে। এ সময় ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।