স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ঢাকাগামী পরিবহণের ধাক্কায় সাইকেল আরোহী গোলাম রসুল(৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আরও দুইজন ব্যক্তি মারাত্মক আহত হয়। নিহত ব্যক্তি ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের আকিম সরদারের ছেলে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে যশোর-সাতক্ষীরা মহা-সড়কের তুজলপুর বাজারের পার্শ্ববর্তী ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রসুল ও তার সহকর্মীরা কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তারা তুজলপুর বাজারের পার্শ্ববর্তী ইটভাটার সামনে আসার পরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহণ তাদের পাশ দিয়ে যাওয়া একটি নছিমনকে ধাক্কা দেয়। এ সময় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে গোলাম রসুলকে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলে গোলাম রসুলের মৃত্যু হয়।