নিজস্ব প্রতিনিধি : করোনায় আক্রান্ত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সকলের প্রিয় নেতা মো. নজরুল ইসলামের করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রæত সুস্থতা কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান।
বিবৃতিতে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে মানুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং করোনা প্রতিরোধে খাদ্য সহায়তা, নগদ অর্থ বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বহু জন সেবামূলক কাজ করে জনগণের পাশে থেকেছেন।
তিনি অবিরাম ছুটে চলেছেন গ্রাম থেকে শহর আর শহর থেকে গ্রাম। নিজের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকা সত্তে¡ও জনগণের কল্যাণে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সাতক্ষীরায় করোনার সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে আজ নিজেই করোনায় আক্রান্ত। তবে বর্তমানে তিনি স্বাভাবিক আছেন এবং এই মুহ‚র্তে তার কোন জ্বর বা অন্য কোন উপসর্গ নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন করোনা থেকে মুক্তি ও দ্রæত সুস্থতা দান করেন সেই কামনা করেছেন এবং সকলের কাছে মো. নজরুল ইসলামের জন্য দোয়া কামনা করেছেন ১৩নং লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান।