নিজস্ব প্রতিনিধি : করোনা প্রাদুর্ভাবের কারণে ডিজিটাল প্রযুক্তির জুম অ্যাপ্সের মাধ্যমে আশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় একে এক যোগ দিয়ে বক্তব্য রাখেন সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, দিপংকর কুমার সরকার ও আব্দুল আছেদ আল হারুন চৌধুরী, কৃষি অফিসার রাজিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় সাংসদ ডা. আ.ফ.ম রুহুল হক এমপি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, পানি উন্নয়ন বোর্ডের ভেঙে যাওয়া বেড়ি বাঁধের বাঁধ নির্মাণের সর্বশেষ অবস্থা, প্লাবিত মানুষের দুরবস্থা লাঘবে গৃহীত কার্যক্রমের খোঁজ খবর নেন। তিনি দ্রæততার সাথে বেড়ি বাঁধ নির্মাণ এবং প্লাবিত মানুষের জন্য সরকারী সহায়তা প্রদানের ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
জুম অ্যাপ্সে আশাশুনি উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/