Site icon suprovatsatkhira.com

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ভ্যান চালক ও তার স্ত্রীকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের বাটকেখালী এলাকার মৃত. নুর ইসলাম কারিগরের পুত্র আবুল বাসার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নিরীহ প্রকৃতির মানুষ। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। অসহায় প্রকৃতির হওয়া একই এলাকার মৃত. মুজিদ মাস্টারের পুত্র ভাড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর মিলন আমার ভোগ দখলীয় ১ শতক সম্পত্তি জোরপূর্বক দখলের ষড়যন্ত্র শুরু করে। স্থানীয় জামায়াতের অর্থদাতা সাতক্ষীরা গার্মেন্টস এর মালিক শহিদুল ইসলামের কুপরামর্শে ও ইন্ধনে গত ১০/০৭/২০২০ তারিখে মিজানুর মাস্টারের নেতৃত্বে তার ভাই স্বাস্থ্য কর্মী সুমন, বোন সাবিনা ইয়াসমিন, তার স্ত্রী স্বাস্থ্য কর্মী রিমা খাতুন আমাদের অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি ধামকি দিতে থাকে। এতে প্রতিবাদ করায় উল্লেখিত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র শস্ত্রে নিয়ে আমাদের উপর হামলা করে। তারা আমাকে মারপিট করতে থাকলে আমার স্ত্রী সেলিনা খাতুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে তাদের সাথেও খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় এবং হুমকি প্রদর্শন করে বলেন, আমাদের বাড়িতে ৫ জন সরকারি চাকুরি করে। আমাদের সাথে লাগতে আসলে তোদের গোটা পরিবারসহ উচ্ছেদ করে দেবো। এছাড়া স্থানীয় প্রভাবশালী নেতার পিএস তাদের আত্মীয় বলেও প্রচার দেয়।
তিনি আরো বলেন, আমরা অসহায় ভ্যান চালক হওয়ায় তাদের সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। এবিষয়ে সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উল্টো তারা আমাদের অভিযোগ তুলে নিতে ওই প্রভাবশালী নেতার দোহাই দিয়ে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে। আমরা বর্তমানে ওই অর্থলোভী পরিবারটির কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছি। ইতোমধ্যে কয়েক বার সালিশি বৈঠক হলেও ওই শহীদুল তাদের বাধা দিয়ে বলে কোন মীমাংসা হবে না। তিনি ওই মিজানুর মাস্টার মিলন গং এর কাছ থেকে ভোগ দখলীয় সম্পত্তি রক্ষা এবং আমাদের মারপিটের ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version