জুলাই ১৭, ২০২০
জনতা ব্যাংক লিঃ তালা শাখা ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি : জনতা ব্যাংক লিমিটেড তালা শাখার সফল ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের বদলি জনিত বিদায়ি এবং নবাগত ব্যবস্থাপক মো. আব্দুস সবুরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে সামাজিক দুরত্ব নিশ্চিত করে জনতা ব্যাংক লি. তালা শাখার আয়োজনে, ব্যাংক কার্যালয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। জনতা ব্যাংক লি. তালা শাখার সহকারী ব্যবস্থাপক মো. শাহানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপক (সাতক্ষীরা এরিয়া ইনচার্জ) মো. জাকির হোসেন। শুভেচ্ছা বক্তৃতা রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ব্যাংকের গ্রামীণ ঋণ বিষয়ক কর্মকর্তা শাহিনুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক লি. তালা শাখার বিদায়ি ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, নবাগত ব্যবস্থাপক মো. আব্দুস সবুর, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশা, ব্যাংকের কর্মকর্তা গাজী নজরুল ইসলাম, সত্যকী ঘোষ, প্রিয়াঙ্কা মন্ডল, উদয় কুমার আইচ, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, নজরুল ইসলাম, সেলিম হায়দার ও আকবর হোসেন প্রমুখ। সভা শেষে, জনতা ব্যাংক লি. তালা শাখার বিদায়ি ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানকে তাঁর সফলতার জন্য ব্যাংকের গ্রাহক, বিভিন্ন এনজিও, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকে বিদায়ি শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, তালার হাজরাকাঠি গ্রামের সন্তান ব্যাংকার মো. শাহিনুর রহমান জনতা ব্যাংক লিমিটেড তালা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিরলস পরিশ্রম করে তিনি ব্যাংকের অত্র শাখাকে লাভজনক শাখায় পরিণত করেছেন এবং সেবা প্রদান করে বৃহত্তর সংখ্যক গ্রাহকদের আস্থার কেন্দ্র হিসেবে রুপ দিয়েছেন। 7,973,712 total views, 7,346 views today |
|
|
|