প্রেস বিজ্ঞপ্তি : জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী শাখার ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র ঘোষের বদলি জনিত বিদায় এবং নবাগত ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকালে সামাজিক দুরত্ব নিশ্চিত করে জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখার সহকারী ব্যবস্থাপক মো. কারিমুছ শাহাদাতের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জনতা ব্যাংক লিমিটেড আগরদাঁড়ী শাখার বিদায়ি ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র ঘোষ, নবাগত ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, সিনিয়র অফিসার মো. ওলিউন নাসির, সিনিয়র অফিসার অমিত কুমার ঘোষ, সিনিয়র অফিসার নাসির উদ্দিন এবং ঋণ বিষয়ক কর্মকর্তা মো. হাসান কবীর। এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্র শাখার গ্রাহকের মধ্যে আব্দুল আল মামুন, ইমাম হাসান, অসিত কুমার প্রমুখ।
7,963,736 total views, 6,961 views today