নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সক্রিয় কর্মীর বিশেষ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলা শাখার শরিফুল ইসলাম খান বাবু। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অনুষ্ঠিত আলোচনা সভায় এ স্বীকৃতি ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। করোনাকালীন সময়ে ও ঘূর্ণিঝড় আম্পানে সাধারণ মানুষের পাশে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার কৃতিত্বে এ বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।
ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সেচ্ছাসেবক লীগ নেতা বাবুর বিশেষ সম্মাননা অর্জন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/