Site icon suprovatsatkhira.com

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে আমরা বন্ধুর খাদ্য সামগ্রী উপহার

নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপক‚লীয় বানভাসি শিশুদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমরা বন্ধু’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা শ্যামনগর, আশাশুনি উপজেলা ও কয়রা উপজেলার, চাকলা, গাবুরা, কয়রার উত্তর বেদকাশি সহ বেশ কয়েকটি জায়গায় শতাধিক শিশুদের মাঝে এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এসময় ছোট বন্ধু শিশু এনায়েত বলেন, ‘ঝড়ে আমাদের ঘর, বাড়ি নিয়ে গেছে আমরা পানিতে আটকে গেছিলাম। অনেকে আমাদের পরিবারে ত্রাণ দিয়েছে কিন্তু আমাদের মতো শিশুদের এই প্রথম বন্ধুর মতো করে আমাদের সাহায্য করল বড় বন্ধুরা’। এছাড়া আরেক ছোট বন্ধু শিশু মিম বলেন, ‘ঝড়ের পরে অনেকদিন হয়ে গেলো কিন্তু আমাদের ভোগান্তি যাচ্ছে না। আমরা আগের মতো স্কুলে যেতে চাই, খেলাধুলা করতে চাই। বড় বন্ধুরা খুব ভালো সবাই ত্রাণ দিয়ে চলে যায় কিন্তু তারা আমাদের সাথে গল্প করেছে আমাদের অনুপ্রেরণা দিয়েছে’। এ সময় আমরা বন্ধু উপক‚লের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুম বিল্লাহ, মুহতারাম বিল্লাহ, তৈহিদুন্নবী, মুতাসিম, মুসফিক প্রমুখ। আমরা বন্ধুর সহ-প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান জানান, দীর্ঘদিনের জন্য শিশুরা পানি বন্দী হয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য ফান্ড সংগ্রহ করে তাদের উপহার দেওয়ার ব্যবস্থা করেছি। একাজে সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টার, দেশে ও প্রবাসে থাকা কয়েকজন আমাদের সহযোগিতা করেছেন।
উল্লেখ্য ‘আমরা বন্ধু’ ২০১৫ সাল থেকে শিক্ষা সমগ্রী, ঈদ উপহার দিয়ে শিশুদের পাশে দাঁড়িয়ে আসছে। এবারই প্রথম তারা আম্পানে ক্ষতিগ্রস্ত শিশুদের কথা চিন্তা করে উপক‚ল অঞ্চলে এসেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version