খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের লক্ষে দূর্গাপুর, পশ্চিম খাজরা, গোয়ালডাঙ্গা, পিরোজপুর গ্রামে স্থাপিত ৭ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দূর্গাপুর গ্রামের আবুল কালাম গাজীর বাড়িতে সুইচ চেপে বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশাশুনি সাব জোনালের আওতাধীন প্রতাপনগর অভিযোগ কেন্দ্রের লাইনম্যান রবিউল আওয়াল, সাইফুল ইসলাম প্রমুখ। আশাশুনি পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দূর্গাপুর, পিরোজপুর, গোয়ালডাঙ্গা, পশ্চিম খাজরায় ৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। ফলে, ওই তিন গ্রামের ১শ’ ৫টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। এছাড়াও ১নং ওয়ার্ডের খাজরা গ্রামে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ চলমান আছে।
8,027,263 total views, 1,056 views today