খাজরা (আশাশুনি) প্রতিনিধি : “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে খাজরায় মাদক, ইভটিজিং, সন্ত্রাস দমনে পুলিশের সেবা প্রত্যান্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে খাজরা বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কিবরিয়া। রবিবার (২৬ জুলাই) সকাল ১২টায় খাজরা ইউনিয়নের খাজরা বাজারে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি ৮নং বিট কার্যালয় উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য তহমিনা খাতুন, সাইফুল ইসলাম, নাজমা খাতুন, প্রদ্বীপ চক্রবর্তী, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিট অফিসারের দায়িত্বে থাকবেন এসআই মো. মামুন হোসেন (০১৭১৮৮৬৯৪২৮) ও সহকারী বিট অফিসার এএসআই মিলন হোসেন (০১৭২৬৩৬০৫৬০)। প্রধান অতিথি বলেন, জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশে পুলিশি সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। প্রত্যান্ত এ পল্লী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা সদা তৎপর থাকব। আশাশুনি থানা পুলিশ আর আগের মত নেই বলে নিশ্চয়ই শুনেছেন। এখন থানায় অভিযোগ, জিডি ও মামলা রজ্জু করতে আর টাকা লাগে না। কোথাও কোন সমস্যা মনে হলে প্রথমে বিট অফিসারকে জানাবেন। যদি কোন সমাধান হয়নি মনে করেন তবে সরাসরি আমার সাথে (০১৭১৩৩৭৪১৪৭) যোগাযোগ করবেন। কোন দালাল ধরা লাগবে না, কোন পয়সা খরচ হবে না। আমি সাধ্য-মত আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাব।
খাজরায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/