জুলাই ২০, ২০২০
খাজরায় গ্রাম আদালত প্রকল্প হতে ভাতা প্রদান
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প হতে খাজরা ইউনিয়নে দফাদার গ্রাম পুলিশদের মাঝে মার্চ হতে জুনের ৯ তারিখ পর্যন্ত সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ইউনিয়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে দফাদার ও গ্রাম পুলিশদের মাঝে সম্মানী ভাতার টাকা প্রদান করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জালাল মোড়ল। এ সময় ইউপি সচিব বিশ্বজিত ঘোষ, ইউপি সদস্য সাইফুল ইসলাম (বাচ্ছু), তহমিনা খাতুন, গ্রাম আদালত সহকারী শহিদুল ইসলাম, উত্তম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন ইউনিয়নের ১জন দফাদার ও ৯জন গ্রাম পুলিশের মাঝে ৬হাজার ৬শ’ ৬০টাকা প্রদান করা হয়। 7,973,769 total views, 7,403 views today |
|
|
|