জুলাই ৮, ২০২০
খলিষখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকাল ১১ টায় বাজারের শৈব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন দ্বিতীয় তলায় ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। এ সময় খলিষখালী এজেন্ট ব্যাংকিং শাখার অফিসার আব্দুল হামিদ, খলিষখালী ক্যাম্প ইনচার্জ নিখিল কান্তি বিশ্বাস, কালিগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক শেখ আব্দুল কাদের, ১২ নং যুগিখালী সাবেক ইউপি চেয়ারম্যান মো. অজিয়ার রহমান, খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব শেখ নূর আহম্মদ, সাংবাদিক মেহেদি হাসান, শাহিন আলম, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন মো. সবিউল ইসলাম খান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, বাগমারা জামে মসজিদের ইমাম মাওলানা মো. নুরুজ্জামান সরদার এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসার সুপার, খলিষখালী জামে মসজিদের ইমাম মাও আব্দুর রাজ্জাক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা ইসলামী ব্যাংকের অফিসার ও এজেন্ট ব্যাংকিং ইনচার্জ হাবিব বিল্লাহ। 7,969,493 total views, 3,127 views today |
|
|
|