কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : কুলিয়ায় ক্যান্সারে আক্রান্ত শিশু মো: এনামুল হোসেন বাঁচতে চায়। মাত্র ১২ বছর বয়সী শিশু এনামুলের যখন মাঠে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। এনামুল দেবহাটা উপজেলা কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের হতদরিদ্র দিনমজুর নুর হোসেনর ছেলে। সে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত কয়েক মাস আগে মোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকায় নিয়ে যান বাবা নুর হোসেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর এনামুলের ক্যান্সার ধরা পড়ে। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ জোগান দিতেই সর্বশান্ত হয়ে পড়েছে তার পিতা নুর হোসেন। অনেক কষ্টেও এনামুলের চিকিৎসা ব্যয় বহন করা তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এনামুলের পিতা নুর হোসেন জানান, তার ছেলের চিকিৎসার জন্য প্রায় ৮লক্ষ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। এ জন্য এনামুলকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য যোগাযোগ (এনামুলের পিতা) ০১৭৮৭৯৬৩৪৫২ (বিকাশ) ও ২৮১৩০০২০৫৮১০৬, সোনালী ব্যাংক, কুলিয়া বাজার শাখা।