জুলাই ২৫, ২০২০
ক্যান্সার আক্রান্ত তানজিলা বাঁচতে চায়: সাহায্যের আবেদন
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়ার হতদরিদ্র গদাইবিলের দিনমজুর কাইয়ুমের স্ত্রী তানজিলা খাতুন দীর্ঘদিন ব্রেস্ট (স্তন) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে রোগে কষ্ট পাচ্ছে। দিনমজুর কাইয়ুম গদাইবিলে জলাবদ্ধ পানির মধ্যে দুই শতক জমিতে কোনরকম দুই চালা ঘরে পরিবার নিয়ে বসবাস করে এবং তার অসুস্থ স্ত্রী তানজিলা বিভিন্ন বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতো। বর্তমানে তানজিলা ক্যান্সার আক্রান্ত হওয়ায় প্রচন্ড কষ্টে দিন যাপন করছে। তার স্বামী কাইয়ুম অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের ছয় মাস আগে আবেদন করলেও কোনো সাহায্য পায়নি। চিকিৎসকরা তানজিলাকে কেমোথেরাপি দেওয়াসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে। কিন্তু তার পরিবারের পক্ষে এতো টাকা ব্যয় করার সামর্থ্য না থাকায় তানজিলায় বর্তমানে অসুস্থ অবস্থায় প্রচন্ড শারীরিক কষ্টে দিন পার করছে। দিনমজুর কাইয়ুম স্তন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী তানজিলার চিকিৎসার জন্য জেলা প্রশাসক, মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা। যোগাযোগ: ০১৯৬৫ ০৫৫ ৭২৯। 8,006,998 total views, 1,898 views today |
|
|
|