Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে অগ্রগতি সংস্থার ভ্যান বিতরণ

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার অগ্রগতি সংস্থার বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১ টা কৃষ্ণনগরে কিশোর কিশোরীদের তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ৭টি দারিদ্র্য পরিবারের মাঝে ৭টি ভ্যান বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে সুবিধাভোগীদের কাছে এসব ভ্যান হস্তান্তর করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চেয়ারম্যান কন্যা সাফিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন রামনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিদাস ঘোষ, মহিউদ্দিন মোড়ল, শফি বিশ্বাস, মিজানুর রহমান প্রমুখ। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আবু আলম।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version