নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কুল্যা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট লাইট (সড়ক বাতি) স্থাপন করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) কুল্যার মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে তিনি এ লাইট স্থাপন করেন।
এসব স্থানে বিদ্যুতের সড়ক লাইট না থাকা ও ব্যবসায়ীরা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আলোর ব্যবস্থা না থাকায় রাত নামলেই অন্ধকারে ঢেকে যায়। ফলে পথচারীরা যেমন অন্ধকারে সমস্যা জর্জরিত থাকেন, ব্যবসা প্রতিষ্ঠান বা এলাকার আইন শৃংখলার ক্ষেত্রেও বিপত্তি দেখা দেয়। ঘুটঘুটে অন্ধকার দূর করা ও সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে নিরবচ্ছিন্ন আলো সরবরাহের জন্য টিআর কাবিখার অর্থায়নে ও কুল্যা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুণ চৌধুরী এই স্ট্রিট লাইটগুলি স্থাপন করেন। ইউনিয়নের মোট ৭টি গুরুত্বপূর্ণ স্থানে এ স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম সরোয়ার, জিএম আজিজুল ইসলাম, মারুফ হোসেন প্রমুখ।
অন্যদিকে দাঁদপুর বাজারস্থ আল-আকছা জামে মসজিদের সামনে নিরবিচ্ছিন্ন আলো নিশ্চিত করার লক্ষ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র পক্ষে স্ট্রিট লাইট স্থাপন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
কুল্যায় বিভিন্ন স্থানে স্ট্রিট লাইট স্থাপন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/