Site icon suprovatsatkhira.com

কুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং অফিস এর শুভ উদ্বোধন

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসের এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো: ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা। প্রধান অতিথি বলেন, সকল প্রকার অপরাধ যেমন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল সেবা চালু হওয়াতে ইউনিয়নের মানুষকে পুলিশের সেবা পেতে আর থানা পর্যন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং গ্রাম্য টাউট দালালদের দৌরাত্ম্য কমানোর লক্ষ অর্জিত হবে। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জল কুমার মৈত্র, সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম ও রুহুল আমিন, ইউপি সদস্য রওনক-উল ইসলাম রিপন, বিকাশ সরকার, অচিন্ত কুমার মন্ডল ও গোলাম রব্বানী, টাইলস ব্যবসায়ী এস এম মজনুর রহমান ও মো: রেজাউল ইসলাম প্রমুখ। জানা যায়, কুলিয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে আছেন এস আই হুমায়ন কবির।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version