কুলিয় (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় ন্যায্যমূল্যে টিসিবির মালামাল বিক্রয় করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের তদারকিতে টিসিবির ৫শ’ ৫০ টাকার মালামালের প্যাকেজ কুলিয়া ইউনিয়ন পরিষদে বিক্রয় করা হয়। প্যাকেজে ৫ লিটার তৈল, ২ কেজি চিনি, ১কেজি ডাল। সকালে এই মালামাল বিক্রয়ের উদ্বোধন করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় টিসিবি’র কুলিয়া ডিলার মো: রেজাউল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম, রুহুল আমিন ও নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রমানুসারে সাধারণ মানুষের মাঝে এই টিসিবির মালামাল বিক্রয় করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আনুমানিক ৩শ’ সাধারণ মানুষের মাঝে এই টিসিবির মালামাল বিক্রয় করা হয়।