জুলাই ১০, ২০২০
কুলিয়ায় কমিউনিটি ক্লিনিকের ডাক্তার করোনা আক্রান্ত, বাড়ি লকডাউন
কুলিয়া প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় এবার কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের ভাইপো স্থানীয় ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন জানান, কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রকিব সরদারের পুত্র মোজাম্মেল হক একজন সরকারী চিকিৎসক। বর্তমানে তিনি তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বাইতেখালী কম্উিনিটি ক্লিনিকে নিযুক্ত । প্রায় সপ্তাহ খানেক আগে থেকে তিনি জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। ফলে তার সন্দেহ হলে তিনি তার নমুনা পরীক্ষা করাতে ল্যাবে পাঠান।প্রথমদিকে করোনার বিষয় নিশ্চিত না হওয়ায় বাড়ি থেকে বাহিরের যাতায়াত সহ রোগি দেখা অব্যহত ছিল। এরপর গত দুই তিন দিন তিনি বাড়ির বাহিরে যাচ্ছিলেন না। এমতাবস্তায় আজ শুক্রবার তার রিপোর্ট আসে করোনা পজিটিভ।
7,973,895 total views, 7,529 views today |
|
|
|