কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার কুলিয়ায় ঢাকা আহছানিয়া মিশনের পক্ষে দুস্থ এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় পেন্নিএপ্যাল’র অর্থায়নে ও ঢাকা আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের এতিম শিশুদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: আ: কাদেরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সাতক্ষীরা-১ এরিয়া ম্যানেজার মো: সেলিম হোসেন। এসময় ঢাকা আহছানিয়া মিশনের কুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মো: শাহিন, ডা: তোজাম্মেল হক (মিনু), সিডিপি কমিটির সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারণ সম্পাদক হোসেন আলী, সদস্য মহিউদ্দীন সরদার (লাল্টু) ও ডা: মনি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া, দেবহাটা, কুলিয়া এবং পারুলিয়া ইউনিয়রে ১শ’ দুস্থ এতিম ছেলেমেয়েদের নিয়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কুলিয়ায় এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/