জুলাই ১৮, ২০২০
কুলিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৪টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার। প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা। ওসি বিপ্লব কুমার বলেন, সকলকে সামাজিক দূরত্ব মানতে হবে, মাক্স ব্যবহার করতে হবে এবং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বাহির হওয়া যাবে না। তিনি মাদক কারবারিদের হুঁশিয়ারি করে বলেন, সকল মাদক বিক্রেতা ও সেবীরা যদি বিক্রয় ও সেবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকের পাশাপাশি জুয়া খেলাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই আপনাদের সকলের সহযোগিতায় দেবহাটা উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, আপনাদের যে কোন সমস্যায় সব সময় দেবহাটা থানা পুলিশকে পাশে পাবেন। জনগণের সেবা দেয়ার জন্য আমার দরজা সব সময় খোলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুলিয়া টাইসল ব্যবসায়ী এস.এম মজনুর রহমান, ইউপি সদস্য বিকাশ সরকার। এ সময় সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম ও রুহুল আমিন, ইউপি সদস্য প্রেম কুমার, ব্যবসায়ী মাহমুদুল হক (এটিএম) সহ কুলিয়ার বাজারের সকল দোকান ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দলিল লেখক আব্দুল্লাহ আল মামুন। 7,969,204 total views, 2,838 views today |
|
|
|