জুলাই ২৩, ২০২০
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ২ টার দিকে । ভুক্তভোগী উপজেলার রতনপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় তিনি সহ তার পরিবারের সকল সদস্যরা রাতের বেলায় ঘুমিয়ে ছিল। অনুমান রাত ২ টার দিকে দুর্বৃত্তরা তার শোয়ার ঘরের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আগুনের ধোঁয়া দেখে তার পরিবারের অন্য সদস্যরা বুঝতে পেরে চিৎকার দিয়ে আগুন নেভাতে থাকে। এসময় তিনি ঘর থেকে বের হওয়ার সময় তার দু’পায়ের তালু আগুনে পুড়ে যায়। আগুনে তার বাড়ির তেমন ক্ষতি না হলেও তার পায়ের তালুর অনেকটা অংশ পুড়ে গেছে বলে জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, ঘটনার আগের দিন রাতে তার বাড়িতে মুখে কাপড় বাঁধা একজনকে তার পরিবারের সদস্যরা দেখতে পেয়েছিল। কে বা কারা দিতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানা মতে কারও সাথে আমার কোন বিবাদ নেই। তারপরও বুঝতে পারছি না। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। 8,951,944 total views, 7,694 views today |
|
|
|