নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রবিবার (১২ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মিজানুর রহমান, কার্যকরী সদস্য মেহেদী হাসান, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী, অর্থ সম্পাদক জিএম সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। মাসব্যাপী এ বৃক্ষ রোপণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মিজানুর রহমান।