কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে প্রয়াত চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের প্রতিষ্ঠিত দারুল এহসান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য সাফিয়া পারভীনের সার্বিক সহযোগিতায় এ সময় ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হজরত মাও. আবু হায়াত।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/