নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আইনজীবীসহ ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১৯ জুলাই ১৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে মঙ্গলবার (২১ জুলাই) ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জজ কোর্টের এপিপি হাবিব ফেরদাউস শিমুল (৪২), থানার উপ-পরিদর্শক জিয়ারাত আলী (৫০), দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের দাউত আলীর স্ত্রী রহিমা খাতুন (৬৫), ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর গ্রামের কুরবান গাজীর ছেলে আব্দুল করিম (৫৫),তার স্ত্রী নাজমা খাতুন (৪৫), ছেলে নাজমুল ইসলাম (৩০), মেয়ে নাহিদা সুলতানা (১১), ভাড়াশিমলা ইউনিয়নের বড়শিমলা গ্রামের শেখ সাজো উদ্দিনের ছেলে শেখ মুনজিত (৪০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, উপজেলা থেকে এ পর্যন্ত ৩০৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এরমধ্যে করোনা পজিটিভ হয়েছে ১০০ জনের। সেই হিসেবে কালিগঞ্জে করোনার প্রাদুর্ভাব যে মারাত্মক পর্যায়ে চলে গেছে তা বলার অপেক্ষা রাখে না বলে জানান তিনি।