জুলাই ৭, ২০২০
কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মায়ের পর এবার ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যুর পর ছেলে শেখ মাওলা বক্স (৪৭) এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের আতা শেখর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত রবিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান শেখ মাওলা বক্সের মা (৬৮)। সোমবার সকালে তার দাফন সম্পন্ন হয়। আর মাওলা বক্স প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার ভোর ৫ টার দিকে মাওলা বক্সের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি না নেয়ায় পরবর্তীতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ৮ টার দিকে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে শেখ মাওলা বক্সের মৃত্যু হয়েছে। কিন্তু যথাসময়ে খবর না পাওয়ায় নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের নমুনা আগামীকাল (বুধবার) সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। শেখ মাওলা বক্সের বাড়ি লকডাউন করার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানান তিনি। এদিকে কালিগঞ্জে ফজলুর রহমান (৩৯) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের ঠিকাদার রাজ্জাক এর ভাড়া বাড়িতে বসবাস করেন। গত ১ জুলাই ফজলুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) তিনি করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তির ভাড়া-বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়। 7,988,657 total views, 424 views today |
|
|
|