নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ইউথ ক্লাইমেট ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র আয়োজনে ইউথনেট বাংলাদেশের অংশগ্রহণে এবং একশান এইড বাংলাদেশের সহযোগিতায় এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জলবায়ু নিয়ে কাজ করছেন এমন সব যুব ক্লাইমেট কর্মীরা। যুবরা শুরুতেই আলোচনা করেন টেকসই ভেড়ি-বাঁধ, সুপেয় পানি, গ্রিন টেকনোলজির ব্যবহার এবং জলবায়ু বাজেটে যুবদের অংশগ্রহণ এবং তাদের মত প্রকাশের অধিকার নিয়ে। বিন্দু’র পরিচালক জান্নাতুল মাওয়ার পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সমাজকর্মী অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিম প্রমুখ। অনুষ্ঠানটি অনলাইনের মাধ্যমে গেøাবালী পরিচালিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের যুবরা অংশগ্রহণ করেন।
কালিগঞ্জে ইউথ ক্লাইমেট ডায়ালগ অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/