নিজস্ব প্রতিনিধি : আইরিশ এইড, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সার্বিক সহায়তায়, লিডার্সের বাস্তবায়নে এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ডওয়াশ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পয়েন্ট উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন।
পরবর্তীতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি এবং মৌতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে হ্যান্ডওয়াশ পয়েন্টের উদ্বোধন করেন। এসব উদ্বোধনি অনুষ্ঠানে মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ছকিনা পারভীন, প্রকল্প পরিচালক শেখ আব্দুল্যাহ ও মিশন মহিলা উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ, লিডার্সের কর্মকর্তা শম্পা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত আকতারুজ্জমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে কালিগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ডওয়াশ পয়েন্টের উদ্বোধন করা হয়।
কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ডওয়াশ পয়েন্টের উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/