চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের চাম্পাফুল ইউপির থালনা গ্রামে শ্রী শ্রী প্রণবানন্দ হোমিও দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে থালনা মিলন মন্দিরের সভাপতি কোমল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় শিক্ষক প্রাণ কৃষ্ণ সরকার।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, স্থানীয় হারান সরকার, অমর সরকার, কৃষ্ণপদ সরকার, প্রফুল্ল সরকার, অজয় শীল, হরেকৃষ্ণ সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, অবহেলিত, পীড়িত সাধারণ মানুষকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১০ টাকার বিনিময়ে সকল ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে। চিকিৎসা সেবা প্রদানে উপস্থিত থাকবেন ডা. অনিমেশ সরকার (এল,এইচ,এম,পি খুলনা) এবং ডা. পরেশ চন্দ্র সরকার। প্রণবানন্দ হোমিও দাতব্য চিকিৎসালয়ের আর্থিক ও সার্বিক সহায়তা প্রদান করছেন থালনা মিলন মন্দির।