জুলাই ২৬, ২০২০
কালিগঞ্জের খানজিয়ায় বালু উত্তোলন নিয়ে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে সীমান্ত নদী ইছামতিতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা অভিযোগ, হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বালু ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার সাতবসু গ্রামের মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মানিক গাজী (৬৫)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি এবং আরও কয়েকজন বালু ব্যবসায়ী সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে ইজারা নিয়ে সরকারি বিধি বিধান মেনে খানজিয়া সীমান্তের ইছামতি নদী থেকে বালু উত্তোলন করি। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য আমাদের নিকট থেকে বালু ক্রয় করেন। এখনও পর্যন্ত তার নিকট আমার পাওনা ১৮ হাজার ৩শ’ টাকা এবং অপর বালু ব্যবসায়ী জয়দেব দাস ২১ হাজার ৬শ’ টাকা, ইসমাইল ও রাশিদুল ইসলাম ১ হাজার ৬শ’ ৫০ টাকা যা সর্বসাকুল্যে ৪১ হাজার ৬শ’ ৫০ টাকা পাওনা রয়েছে। আমরা এই বকেয়া টাকা চাইতে গেলে তিনি নানা ভাবে টালবাহানা করেন। এক পর্যায়ে তার নিজস্ব কিছু লোকজন দিয়ে আমার ও অন্য কয়েকজন বালু ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট মিথ্যা হয়রানিমূলক অভিযোগ দিয়েছেন। এর পাশাপাশি সাংবাদিকদের ভুল বুঝিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। তিনি আরও বলেন, সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলন করলেও স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান ও তার অপরাপর স্বার্থান্বেষী সহযোগীরা পরস্পর একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নদীর বেড়ি-বাধের জায়গা অবৈধ ভাবে দখল করে বসবাসকারী ফজর আলী গাজীর ছেলে বাবু (৩৩), সাবু (৩০), মাহবুব শেখের ছেলে রফিকুল ইসলাম (৩২), আহম্মদ আলী গাজীর ছেলে আকরাম হোসেন (৩৫) ও আনোয়ার হোসেন (৩৭), নওশের আলী গাজীর ছেলে ইছা (২৫) ও খায়রুল (২২) সহ আরও কয়েকজন ব্যক্তি নানা প্রকার অপকর্মে লিপ্ত রয়েছে। তারা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করেছে। এমনকি পাউবো’র গেটখালাসী ঘরও তারা দখলে রেখে স্থানীয় বাসিন্দা ও বালু ব্যবসায়ীদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করে ও বেড়ি-বাধে সাধারণ মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এছাড়া তারা বাইরচরের মাটি কেটে নিয়ে নিজেদের ঘরবাড়ি তৈরির কাজে ও অন্যান্য কাজে ব্যবহার করে বিভিন্ন ভাবে ক্ষতিসাধন করে চলেছে। এসব অপকর্মের প্রতিবাদ করলে তারা এলাকাবাসীর সাথে মারমুখী আচরণ করায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। সংবাদ সম্মেলনে ওই এলাকার মৃত অনীল দাশের ছেলে জয়দেব দাশ (৪৮), মৃত হামিজদ্দীনের ছেলে রাশিদুল ইসলাম (৪৫), মাওলা গাজীর ছেলে ইসমাইল গাজী (৪২), মৃত গহর আলী গাজীর ছেলে মোকছেদ গাজী (৫৩), আব্দুল গফফারের ছেলে আব্দুল হালিম (৩২) প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ইউপি সদস্য হাবিবুর রহমান এবং নদীর চর ও বেড়ি-বাধ দখল করে অবৈধ বসবাসকারী ব্যক্তিদের অব্যাহত হয়রানি ও চক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। 7,988,336 total views, 103 views today |
|
|
|